ঢাকা-আরিচা মহাসড়কে বাড়ছে ছিনতাই, আতঙ্কে যাত্রীরা

দেশে এখন
0

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে দিনেদুপুরে একের পর এক ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হচ্ছে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল। সবশেষ গত ১১ এপ্রিল এই মহাসড়কে দু'টি ছিনতাইয়ের ঘটনায় যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।

সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকায় দিনের আলোতেই প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। ব্যাংক টাউন, শিমুলতলা, রেডিও কলোনি, সিএন্ডবি পয়েন্ট যাত্রীদের জন্য এখন আতঙ্কে পরিণত হয়েছে। এসব এলাকায় চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের ঘটনা হয়েছে।

সবশেষ ১১ এপ্রিল সিএন্ডবি ও পুলিশ টাউন এলাকায় দু'টি ছিনতাই হয়। এসময় যাত্রীদের কয়েকজন আটকানোর চেষ্টা করলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তারা। গত দুই মাসেই অন্তত পাঁচবার একই কায়দায় চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতি হয়।

চালকদের মধ্যে একজন বলেন, 'আমিনবাজার থেকে, লিপুর, চাঁনপুর দিকে যেতে সাহস পাই না। আমাদের কোপাইয়া গাড়ি নিয়ে যায়।'

যাত্রীদের মধ্যে একজন বলেন, 'বাসে উঠতে আমরা ভয় পাই। বাসের মধ্যে প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে।'

তবে পরিবহন-পরিবহনে তল্লাশি চালানোসহ তৎপরতা বাড়িয়েছে পুলিশ। গ্রেপ্তারও হয়েছে কয়েকজন।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, 'আমরা চেকপোস্ট বসিয়েছি। আমরা পুলিশ লাইন থেকে ১৫ জনের ফোর্স নিয়ে এসেছি। এবং সাভার থানা থেকে কয়েকজন অফিসার এখানে নিযুক্ত করা আছে। যারা দুই শিফটে এটা তল্লাশি করছে। যাকে সন্দেহ হচ্ছে তার বডি চেক করছে এবং ব্যাগ চেক করছে।'

মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি যাত্রীদের।

এসএস