রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ প্রয়োগে কাতারের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
দেশে এখন
0

রোহিঙ্গা সংকট শুধু মানবিক উদ্বেগের বিষয় নয়। এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান বলেও মনে করেন তিনি। অবিলম্বে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান।

কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে 'জোরপূর্বক বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ: রোহিঙ্গা প্রসঙ্গে' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন ড. ইউনূস।

এ সময় তিনি বলেন, 'চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ।'

সেই সম্মেলনে কাতারের সহায়তা চান প্রধান উপদেষ্টা। ডব্লিউএফপি সাময়িকভাবে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও আগামী সেপ্টেম্বরে আবারও তহবিল সংকটের আশঙ্কার কথা জানান প্রধান উপদেষ্টা।

এক্ষেত্রে কাতারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান নিশ্চিতে ৮ দফা সুপারিশও পেশ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রায় ১৩ লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। যেখানে প্রতিবছর নতুন করে যুক্ত হচ্ছে ৩২ হাজার নবজাতক ।

এসএইচ