গাজীপুরে হামলা: পুলিশি নিরাপত্তায় হাসনাতকে পাঠানো হয়েছে ঢাকায়

হাসনাতের গাড়িতে দুর্বৃৃত্তের হামলা
এখন জনপদে
দেশে এখন
0

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার পর পুলিশি নিরাপত্তায় তাকে ঢাকায় পাঠানো হয়। পুলিশ বলছে, তদন্ত চলছে এবং হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।

আজ (রোববার, ৪ মে) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এ হামলার ঘটনা ঘটে। এদিকে, হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, ব্যক্তিগত কাজে গাজীপুরে এসেছিলেন হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তায় তার মাইক্রোবাস লক্ষ্য করে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে অতর্কিত হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে আহত হন তিনি।

আরো পড়ুন:

পরে গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হাসনাত আবদুল্লাহ বোর্ড বাজার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ফটকের সামনে অবস্থান নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার খবর ছড়িয়ে পড়তেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ছুটে আসেন সেখানে।

তারা অভিযোগ করেন, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত, আর এর সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ জড়িত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এএইচ