খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন: পার্কিং সংক্রান্ত নির্দেশনা ডিএমপির

ডিএমপির লোগো
দেশে এখন
0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ (সোমবার, ৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল (মঙ্গলবার, ৬ মে) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন ও খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে বিমানবন্দর থেকে নিজ বাসভবনে (গুলশান) যাবেন। এজন্য গুলশান বনানী এলাকায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সাংবাদিক ও অভ্যর্থনাকারীদের গাড়ি পার্কিং করার জন্য নির্দেশনাবলি প্রতিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নির্দেশনাগুলো হলো:

১. এয়ারপোর্টে আগত সকল সাংবাদিকদের যানবাহন এয়ারপোর্টের বহুতল কার পার্কিংয়ে রাখার জন্য অনুরোধ করা হলো।

২. এয়ারপোর্টে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজের খালি জায়গায় পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

৩. গুলশানে আগত সকল সাংবাদিকদের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশেপাশের সড়কে এক লেনে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

৪. গুলশানে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশেপাশের সড়কে এক লেনে রাখার অনুরোধ করা হলো।

৫. উল্লিখিত নির্ধারিত জায়গা ব্যতীত মহাসড়ক বা অন্য কোনো জায়গায় গাড়ি পার্কিং না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

৬. গমনাগমন রুটে কোনো যানবাহন পার্কিং না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

৭. মুভমেন্ট চলাকালীন গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

এসএস