আজ (মঙ্গলবার, ১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঐক্যের উদ্যোগে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়। বলেন, ‘ছাত্র-জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগকে দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা এবং নিবন্ধন সম্পূর্ণ বাতিল করা।’
দাবি জানিয়ে তারা বলেন, আওয়ামী লীগের সব সহযোগী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। বিগত সাড়ে পনেরো বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করে ১৪ দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোও দায়মুক্তি পেতে পারে না।
এসব দলেরও নিবন্ধন বাতিল, নিষিদ্ধকরণসহ বিচারের আওতায় আনার দাবি জানায় তারা।