ঢাবি শিক্ষার্থী সাম্যের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জ
শাহরিয়ার আলম সাম্য
দেশে এখন
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর দাফন সম্পন্ন হয়েছে। আজ (বুধবার, ২৪ মে) রাতে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সড়াতৈল কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে আজ সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নিজ বাড়িতে পৌঁছায় ঢাকা সাম্যের মরদেহ। তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন, এলাকাবাসী, সহপাঠী ও দলীয় নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পরিবারের সদস্যরা।

আরো পড়ুন:

সড়াতৈল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে বাদ জোহর ঢাবি কেন্দ্রীয় জামে মসজিদে সাম্যর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

গতকাল (মঙ্গলবার, ১৩ মে) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য।

এসএস