এ সময় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নূরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘নতুন এ আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে, ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।’
তিনি বলেন, ‘আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেয়া হয়নি। এটি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা। সাম্প্রতিক প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি আইন, ২০১৮' সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।