জুলাই শহীদ হাসানের প্রথম জানাজা অনুষ্ঠিত

শহীদ হাসানের জানাজা
দেশে এখন
0

জুলাইয়ের সবশেষ শহীদ হাফেজ মো. হাসানের প্রথম জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২৪ মে) রাত ১০টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মো. হাসানের মরদেহ নিয়ে আসা হয়।

এরপর অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। জানাজায় অংশগ্রহণ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াসহ বিএনপি, এনসিপি, ইসলামী ছাত্রশিবির, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা।

এছাড়া জানাজায় অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এর আগে গত (বৃহস্পতিবার, ২২ মে) রাত ১১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন হাসান।

এসএস