ফৌজদারি কার্যবিধি সংশোধিত অধ্যাদেশের খসড়ার নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় কর্তাব্যক্তিরা জানায়, ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো যেভাবে একমত পোষণ করবে, সেভাবেই সংস্কার করা হবে। আগস্টের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার শেষ হবে।’
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘তার বিরুদ্ধে এখন যেহেতু আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে, তাই এখন আবার ইন্টারপোলের কাছে তাকে গ্রেপ্তার প্রসঙ্গে কথা বলবে আইন মন্ত্রণালয়।’