ঘনিয়ে আসছে ঈদুল আজহা। ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন বহু মানুষ, কেউ কেউ এখনো যাচ্ছেন। রাজধানী বাসীর এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে আছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ (বৃহস্পতিবার, ৫ জুন) বেলা ১২টা নাগাদ রাজধানীর গাবতলি এলাকায় গিয়ে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যানজট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। পাশাপাশি রাস্তায় অতিরিক্ত ভাড়া নেয়াসহ যাত্রী হয়রানি রোধেও কাজ করছে সংস্থাটি।
এবার ঈদযাত্রা শুরু হওয়ার পর থেকেই মাঠে আছে বাংলাদেশ সেনাবাহিনী। কোরবানি উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় সংস্থাটির সদস্যরা ২৪ ঘণ্টাই পেট্রোলিং করছে। সংস্থাটি বলছে, কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
দেশসেবার পাশাপাশি বিভিন্ন সময় জনকল্যাণমুখী কাজেও ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী। এবারের ঈদযাত্রা যেন সেই কথাই আবারও প্রমাণ করছে।