ঈদের ছুটি শেষে কমলাপুরে ফিরতি যাত্রীদের ভিড়

রেলওয়ে স্টেশনে ঘরে ফেরা মানুষের ভিড়
দেশে এখন
0

ঈদের ছুটি শেষে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যাচ্ছে ফিরতি যাত্রীদের উপচেপড়া ভিড়। অন্যদিকে, এখনো অনেক মানুষ রাজধানী ছাড়ছেন। আজ (মঙ্গলবার, ১০ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, যারা ঈদের আগে বাড়ি ফিরতে পারেননি; তারা এখন জীবিকার প্রয়োজনে বাড়ির পথে রওনা হয়েছেন।

ঈদের চতুর্থ দিনেও ট্রেনগুলো কোনো প্রকার সিডিউল বিঘ্ন ছাড়া যথাসময়ে ছেড়ে যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সারাদিনে ঢাকা থেকে ছাড়বে মোট ২৫টি ট্রেন এবং রাজধানীতে ফিরবে ২২টি ট্রেন।

এদিকে করোনা সংক্রমণ আবারো বাড়তে থাকায় যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানানো হলেও বাস্তবে খুব কম যাত্রীকেই সচেতনভাবে মাস্ক পরতে দেখা গেছে।

রেল কর্তৃপক্ষ যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নিরাপদ ভ্রমণের জন্য সকলের সহযোগিতা চেয়েছে।

এনএইচ