ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপির প্রস্তুতি চলছে

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান
দেশে এখন
0

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতির ‘টার্নিং পয়েন্ট’ বলে মনে করেছেন অনেকে। বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপিতে চলছে নানা প্রস্তুতি। তারেক রহমানকে স্বাগত জানাতে শুক্রবার (১৩ জুন) সকালে সেন্ট্রাল লন্ডনে প্রধান উপদেষ্টা যে হোটেলে আছেন, সেটার সামনে অবস্থান নেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক উত্তাপ ছড়াচ্ছে দেশের রাজনীতিতে। তাই সবার দৃষ্টি এখন লন্ডনের বৈঠকের দিকে। বৈঠকে ভোটের দিনক্ষণ, সংস্কার, জুলাই সনদসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে কী বোঝাপড়া হয়, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।

শুক্রবারের বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে চাঙা ভাব। জাতীয়তাবাদী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে চলছে সভা-সেমিনার।

আরো পড়ুন:

আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীদের প্রতিহত করতে এবং তারেক রহমানকে স্বাগত জানাতে শুক্রবার সকালেই দলের নেতাকর্মীরা অবস্থান নেবেন সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলের সামনে।

যুক্তরাজ‍্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘বিএনপি নেতারা আন্দোলন না করলে তারা আসতে পারতো না। আমরা তাদের বিপক্ষে না। তবে আশা করি, অতিসত্বর তারা নির্বাচন দিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে উনি চলে যাবেন, যা উনি নিজেই বলেছেন। আমরা উনাকে চাপ দিচ্ছি না এবং উনাকে যথেষ্ট সম্মান করি।’

যুক্তরাজ‍্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক বলেন, ‘ড. ইউনূস এবং তারেক রহমানের এই বৈঠকের মাধ্যমে যে জট তৈরি হয়েছে, সেটার নতুন একটি পথ উন্মুক্ত হবে বলে আমরা আশা করছি।’

যুক্তরাজ‍্য যুবদলের সভাপতি আফজল হোসেন বলেন, ‘১৩ তারিখের বৈঠকে যখন তারেক রহমান আসবেন, আমরা তাকে স্বাগত জানাতে যাবো।’

লন্ডনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় তারেক রহমানের সঙ্গে বৈঠকটি শুরু হবে; যা কিছুটা দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলমান সংকট থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বৈঠক।

এসএইচ