‘জেলা পর্যায়ে আইনগত সহায়তা দিতে তিনজন বিচারক নিয়োগ দেয়া হবে’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
আইন ও আদালত
দেশে এখন
0

স্বল্পখরচে দ্রুত মামলা নিষ্পত্তি ও মানবাধিকার নিশ্চিতে তিন লক্ষ্য নিয়ে কাজ করছে আইন মন্ত্রণালয়। আজ (শনিবার, ১৪ জুন) সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে আলোচনা সভায় একথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসময় তিনি বলেন, ‘জেলা পর্যায়ে আইনগত সহায়তা দিতে একজনের জায়গায় তিনজন বিচারক নিয়োগ দেয়া হবে। এ সিদ্ধান্ত জুলাইয়ের ১ তারিখ থেকে কার্যকর করা হবে।’

দেশে প্রতিদিন ধারাবাহিকভাবে মামলাজট বেড়েই চলছে। ২০০৭ সালের ১ নভেম্বর ১৫ লাখ ৭০ হাজার মামলা নিয়ে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয় বিচার বিভাগ। যেখানে এখন প্রায় মামলা ৪৩ লাখ। এসব মামলা দ্রুত নিষ্পত্তি চ্যালেঞ্জ সরকারের জন্য।

শনিবার সকালে রাজধানীর বেইলি রোডে আইন সহায়তা প্রদান অধ্যাদেশ ২০২৫ এর প্রাথমিক খসড়ার ওপর মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।

সেখানে আইন উপদেষ্টা বলেন, ‘দ্রুত ও স্বল্প সময়ের মাঝে অল্প খরচে মামলা নিষ্পত্তি করা, ন্যায়বিচার নিশ্চিত করা ও মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেয়া এ তিনটি সংস্কার আইন মন্ত্রণালয় করবে।’

বছরে গড়ে ৫ লাখ মামলা হয়। মাত্র ৩৫ হাজার মামলা লিগ্যাল এইড মীমাংসা করতে পারে বলে জানান আইন উপদেষ্টা। বছরে কমপক্ষে ১ থেকে ২ লাখ মামলা নিষ্পত্তি করতে লিগ্যাল এইডের পরিধি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘মামলা স্বল্প খরচে, স্বল্প সময়ে নিষ্পত্তি করছি। সেটার সংখ্যা ৩৫ হাজার। আমরা সেটাকে ১ থেকে ২ লাখে নিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে ২ লাখ মামলা নিষ্পত্তি হয় তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ ৪০ শতাংশ কমে যাবে।’

মামলা নিষ্পত্তিতে বেসরকারি জায়গা ভাড়া নেয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। জেলাগুলোতে ১ জন বিচারকের জায়গায় ৩ জন বিচারক বাড়ানো হবে। এ সিদ্ধান্ত জুলাইয়ের ১ তারিখ থেকে কার্যকরী করা হবে বলেও মতবিনিময় সভায় জানানো হয়।

সেজু