পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী

ঈদের ছুটি শেষে পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
দেশে এখন
0

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ (রোববার, ১৫ জুন) প্রথম কর্মদিবসে পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএম।

অনুষ্ঠানে ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

এসময় আইজিপি তার বক্তব্যে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

এসএইচ