সরকারি চাকরি আইন বাতিলে সচিবালয়ে ফের বিক্ষোভ

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী
দেশে এখন
0

সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে আবারো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আজ (সোমবার, ১৬ জুন) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের নিচে ‘কর্মচারী-কর্মকর্তা ঐক্য ফোরামের’ ব্যানারে এ সমাবেশ হয়।

এসময় পরিষদের নেতারা জানান, যতক্ষণ না পর্যন্ত বিধিমালা সংশোধন না হবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

এদিকে, চলমান আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আইন উপদেষ্টা জানান, সরকারি কর্মচারী আইন পুনর্বিবেচনার সুযোগ রয়েছে, এই সংক্রান্ত একটি সভা করে উপদেষ্টা পরিষদের পাঠানো হবে।

ধৈর্য ধরে কর্মসূচি দেয়ার আহ্বানও জানান আইন উপদেষ্টা।

এসএস