অস্ট্রেলিয়ান হাইকমিশন ও ইউএনডিপির সঙ্গে ইসির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নির্বাচন কমিশনের লোগো
দেশে এখন
0

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) প্রাতিষ্ঠানিক, কারিগরি ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধির প্রকল্প ‘দ্য ব্যালট’কে এগিয়ে নিতে নির্বাচন কমিশনে অস্ট্রেলিয়ান হাইকমিশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ (বুধবার, ১৮ জুন) বিকেলে নির্বাচন কমিশনের সভাকক্ষে এই চুক্তি সাক্ষরিত হয়। 

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘এই প্রকল্পের আকার ১৮ দশমিক ৫৩ ইউএস ডলার। যেখানে চুক্তি অনুযায়ী ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া।’ 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের উপস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুজান রাইল এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এসএইচ