আজ (রোববার, ২২ জুন) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান। তিনি বলেন, ‘সংঘাতে জড়িয়ে পড়া সব পক্ষকে সংযমের সর্বোচ্চ মাত্রা দেখাতে হবে। এই সংকট আরও বিস্তৃত হলে গোটা বিশ্বই চরম ঝুঁকিতে পড়বে।’
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও দেশে প্রত্যাবর্তনের বিষয়েও উদ্যোগ নিয়েছে সরকার। শাহ আসিফ রহমান বলেন, ‘ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রথম দলটি আগামী সপ্তাহেই ঢাকায় পৌঁছাবে।’ তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলেও জানান তিনি।