'হামলা করে সংস্কার কাজ থামানো যাবে না'

এনসিপি সদস্যসচিব আক্তার হোসেন
দেশে এখন
1

হামলা করে সংস্কার কাজ থামানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আক্তার হোসেন। সোমবার দিবাগত রাতে বাংলামোটরে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে  আক্তারকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

রাত সাড়ে দশটার দিকে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এনসিপির কয়েক নেতা আহত হয়েছেন বলে জানা গেছে। পরে রাত পৌনে ১২টায় এই ঘটনার প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শাহবাগে এসে শেষ হয়।সময় এনসিপি নেতারা বলেন, এই ককটেল হামলাকে সাধারণভাবে দেখার সুযোগ নেই।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, 'হামলা করে বিচার ও সংস্কার কাজ থামানো যাবে না।' যারা নিষিদ্ধ হওয়ার পরেও ঝটিকা মিছিল করছে তাদের কঠোর হস্তে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আহবান জানান আক্তার হোসেন।

এনসিপি নেতারা নিরাপত্তা শঙ্কায় রয়েছে জানিয়ে তিনি বলেন, 'এনসিপির নেতাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের।'

তিনি বলেন, 'যারা এই কর্মকাণ্ডে জড়িত তাদের খুঁজে বের করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নীরবতা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।'

আসু