‘নতুন বাংলাদেশ দিবস’-এর পাল্টা ‘বেহাত বিপ্লব দিবস’ পালনের ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন
দেশে এখন
0

৮ আগস্ট সরকার ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন করলে ‘বেহাত বিপ্লব দিবস’ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ (শুক্রবার, ২৭ জুন) সকালে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ হয়েছে।’

জুলাইয়ের ১ তারিখের মধ্যে এই সনদের দাবিতে লাল মার্চ ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।

শরিফ ওসমান বলেন, ‘সরকার শুধু রাজনৈতিক দলগুলোর মেন্ডেট নিয়ে সংস্কার কাজ এগোতে চায়, এতে জনগণের মত প্রতিষ্ঠা হবে না। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সিদ্ধান্তহীনতার ইতি টানতে গণভোটে করে সংস্কার প্রস্তাবের বাস্তবিক রূপ দিতে হবে।’

এসএস