আজ (সোমবার, ৩০ জুন) এ নীতিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। যেখানে দায়িত্ব দেয়া থাকছে নির্বাচন কর্মকর্তাদের।
যেখানে নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। ভোটকেন্দ্র স্থাপনে নির্বাচন কর্মকর্তাদের একক ক্ষমতা দেয়া হয়েছে এবার। নীতিমালায় মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে ‘ভোটকেন্দ্র স্থাপন কমিটি রাখা হয় নি। পাশাপাশি বাদ দেওয়া হয়েছে ইভিএমে ভোট দেওয়ার জন্য কক্ষ নির্ধারণের বিষয়টি।
২০২৩ সালের ভোটকেন্দ্র নীতিমালায় ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে জেলা কমিটি গঠন করে ইসি। যাদের মাধ্যমে ভোটকেন্দ্র স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত হয়ে আসছিল।
তবে ভোটে সুষ্ঠু ও নিরপেক্ষ বজায় রাখতে এমন পরিবর্তন বলে জানায় কমিশন। যা ইসির ৫ম কমিশন সভায় অনুমোদন পায়।