‘যতদ্রুত সম্ভব নির্বাচন করা যায়, যে বিষয়ে কথা হয়েছে দু’পক্ষের’

প্রধান উপদেষ্টা-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ প্রসঙ্গ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
দেশে এখন
1

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কার্যালয় চালু করতে প্রয়োজনীয় সমঝোতা স্মারক এখনো খসড়া পর্যায়ে আছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘যতদ্রুত সম্ভব নির্বাচন করা যায়, যে বিষয়ে কথা হয়েছে দু’পক্ষের।’

আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

প্রধান উপদেষ্টার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে কথা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'তাদের একটি চমৎকার আলোচনা হয়েছে, যতদ্রুত সম্ভব নির্বাচন করা যায় সে বিষয়ে কথা হয়েছে দু’পক্ষেরই।'

জঙ্গিগোষ্ঠী আইএসয়ের সঙ্গে জড়িত ৩৬ বাংলাদেশি আটকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানতে চেয়েছে মন্তব্য করে বলেন, 'বিষয়টি অন্যান্য দেশে ভিসা পেতে নেতিবাচক প্রভাব ফেলবে।'

এখন থেকে ওমানের রাস্তায় দাঁড়িয়ে প্রবাসীদের সেবার জন্য অপেক্ষা করতে হবে না মন্তব্য করে তিনি বলেন, 'প্রবাসীদের সেবা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।'

গঙ্গা চুক্তি নিয়ে টালবাহানার কিছু নেই মন্তব্য করে বলেন, '৩০ বছরেও ভারত থেকে ইতিবাচক কোনো ইঙ্গিত পায়নি বাংলাদেশ।' দ্বিপাক্ষিকভাবে আলোচনা করে সমাধানে আসতে হবে বলেও জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না আনতে পারার জন্য কোনো আক্ষেপ আছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আক্ষেপ তো একটা নোডেট টার্ম। কার কতটুকু আক্ষেপ আমি জানি না। আমি এটাকে দেখি এভাবে, আমরা ফেরত আনার জন্য চিঠি দিয়েছি, প্রয়োজনে সেটা ফলো আপ করা হবে। এইটুকুই।’

সেজু