নারী আসন ও দ্বিকক্ষ সংসদে পদ্ধতি নির্ধারণে ঐকমত্য হয়নি: ড. আলী রীয়াজ

অধ্যাপক ড. আলী রীয়াজ
দেশে এখন
0

সংসদে নারীর আসন এবং দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের পদ্ধতি নির্ধারণে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

আজ (সোমবার, ১৪ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের ধারাবাহিক ১৩তম দিনের বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

আলী রীয়াজ বলেন, ‘নারীর সংরক্ষিত আসনের বিষয়টি নিয়ে আজ আলোচনা হয়েছে। তবে পদ্ধতিগতভাবে আমরা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। আলোচনা আগামীকালও চলবে।’

তিনি জানান, প্রস্তাবিত দ্বিকক্ষ পার্লামেন্টে ৪০০ আসনের নিম্নকক্ষ এবং ১০০ আসনের উচ্চকক্ষ নিয়ে প্রাথমিক কাঠামো নির্ধারণ করা হয়েছে। তবে উচ্চকক্ষের সদস্য নির্ধারণের পদ্ধতি নিয়ে দুটি ভিন্ন প্রস্তাব এসেছে—একটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে, আরেকটি আসনের ভিত্তিতে।

‘এই দুটি প্রস্তাব নিয়ে এখনো একমত হওয়া যায়নি। তাই এ নিয়েও আরও আলোচনা প্রয়োজন,’ বলেন তিনি।

ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চায় কমিশন। কমিশনের লক্ষ্য, জুলাই মাসের মধ্যেই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ চূড়ান্ত করা।

আজকের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে নারীর অংশগ্রহণ ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনে নিজেদের মতামত উপস্থাপন করেন।

এনএইচ