‘জাতীয় সংস্কারক’ রুলে ড. ইউনূসের আগ্রহ নেই, সরকারেরও নয়: বিবৃতি

অন্তর্বর্তী সরকার
দেশে এখন
0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার বিষয়ে একটি রিট আবেদনে হাইকোর্টের রুল জারির পর বিষয়টি সরকারের নজরে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, উচ্চ আদালতের ওই রুলের অনুলিপি হাতে পাওয়ার পর যথাযথ সময়ে এর জবাব দেয়া হবে। তবে এখনই স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে; প্রফেসর ইউনূস নিজে কখনো এই ধরনের কোনো স্বীকৃতি চাননি এবং সরকারেরও তাকে এমন কোনো উপাধি দেয়ার পরিকল্পনা নেই।

আরও পড়ুন

সরকার মনে করে, রিট আবেদনটি রিটকারী নিজ উদ্যোগেই দায়ের করেছেন। কোন ভিত্তিতে এ ধরনের নির্দেশনা চাওয়া হয়েছে, তা অস্পষ্ট বলেও জানানো হয় বিবৃতিতে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

এনএইচ