বরিশাল-পিরোজপুর আঞ্চলিক সড়কের ঝালকাঠির কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বিক্ষোভকারীরা শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে নানা স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
এ সময় বিক্ষোভকারীরা গোপালগঞ্জে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কঠোর ভাষায় সমালোচনা করেন। সন্ধ্যা ছয়টার দিকে অবরোধ তুলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় না আনলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের দিকে যাবে তারা।