গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী
দেশে এখন
0

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে সারা দেশের সকল জেলা ও মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামীকাল ১৭ জুলাই (বৃহস্পতিবার) এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আজ (বুধবার, ১৬ জুলাই) এক বিবৃতিতে এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে বলা হয়, ‘১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্বর হামলা চালিয়েছে।

তারা নেতাকর্মীদের গাড়িতে হামলা করে এবং তাদের অবস্থানস্থল ও এমনকি জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনেও হামলা চালায়। এতে বহু নেতাকর্মী ও সাধারণ জনগণ আহত হয়েছেন। হামলাকারীরা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে।’

আরও বলা হয়, ‘এই বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল ১৭ জুলাই (বৃহস্পতিবার) দেশের সব জেলা ও মহানগরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই সঙ্গে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করে ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ইএ