‘অন্তর্বর্তী সরকার যে পথে হাঁটছে, তাতে জুলাই গণহত্যার বিচার প্রতিষ্ঠিত হবে’

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান
দেশে এখন
0

গৃহায়ন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনে যাত্রাবাড়ী এলাকার মানুষের সংগ্রাম স্টালিনগ্রাডের মত ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যে পথে হাঁটছে, তাতে জুলাই গণহত্যার বিচার প্রতিষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা প্রতিহত করতে হবে।’

আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস শীর্ষক আলোচনা সভায় অংশ নেন চব্বিশের অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহতরা। অভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকায় ভূমিকা রাখা অপরাপর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তাদের সেই সময়কার স্মৃতি চারণ করেন।

তারা দাবি করেন, জুলাইয়ের দায় ও দরদের ওপর ভিত্তি করে জুলাই সনদ প্রণয়নই তাদের ভূমিকার প্রকৃত স্বীকৃতি দেয়া হবে।

সেজু