জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গোপালগঞ্জের ঘটনায় নিহতদের পরিবার তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন। তারা চাইলে প্রয়োজনে কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করা হবে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ করছে, তদন্ত প্রতিবেদন দিলেই বোঝা যাবে কারা দায়ী ছিল।’
গোপালগঞ্জের ঘটনা লাইভ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ঘটনাস্থলে যারা ছিলেন না তাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করার আহ্বানও জানান তিনি।
থার্ড টার্মিনাল বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘থার্ড টার্মিনাল এলাকাটা অনেক সুন্দর হয়েছে। টার্মিনালটি চালু হলে প্রবাসী ও দেশের মানুষের অনেক উপকার হবে।’
টার্মিনাল উদ্বোধনের বিষয়ে তিনি বলেন, ‘খুব তাড়াতাড়ি থার্ড টার্মিনালটি উদ্বোধন করা হবে। তারিখ নির্ধারিত হলে গণমাধ্যমকে জানানো হবে।’
ইমিগ্রেশন বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ইমিগ্রেশনে কী পরিমাণ জনবল প্রয়োজন হবে তা বুঝতে হবে। এটার অপারেশন ক্যাপাবিলিটি অনেক অনেক বেশি। তৃতীয় টার্মিনালের কাজ প্রায় ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে।’