‘দল ঠিক না করলে বিএনপি জয়ী হলেও মন্ত্রী করার লোক খুঁজে পাবে না’

চট্টগ্রাম
ফরহাদ মজহার
দেশে এখন
1

দলকে ঠিক না করে কাল নির্বাচনের মাধ্যমে বিএনপি জয়ী হলেও মন্ত্রী করার লোক খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। আজ (শনিবার, ১৯ জুলাই) চট্টগ্রামের সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অভ্যুত্থান পরবর্তী নতুন গঠনতন্ত্র প্রণয়ন না করলে দেশ পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হবে না বলেও জানান তিনি।

ফরহাদ মজহার বলেন, ‘দলকে ঠিক না করে কাল নির্বাচনের মাধ্যমে বিএনপি জয়ী হলেও মন্ত্রী করার লোক খুঁজে পাবে না। অভ্যুত্থান পরবর্তী নতুন গঠনতন্ত্র প্রণয়ন না করলে দেশ পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হবে না।’

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর অর্থনৈতিকভাবে গুরুত্বের পাশাপাশি এটি একটি সামরিক স্থাপনা, কোনভাবেই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না।’

এই রাষ্ট্রচিন্তক বলেন, ‘দেশকে পুরোপুরিভাবে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে সেকুলার ফ্যাসিবাদ এবং ধর্মীয় ফ্যাসিবাদকে একইসঙ্গে মোকাবিলা করতে হবে।’

মুক্তিযুদ্ধকালীন জামায়াত ইসলামের ভূমিকার প্রসঙ্গ এনে ফরহাদ মজহার বলেন, ‘জামায়াত ইসলামী তাদের নামের পরিবর্তন না করলে তরুণ প্রজন্মের কাছে তাদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকবে।’

বর্তমান অন্তর্বর্তী সরকারকে সেনা সমর্থিত সরকার হিসেবে মন্তব্য করেন তিনি।

যারা বাইরে দেশের স্বার্থ রক্ষা করে তারা সাংবাদিক নয় উল্লেখ করে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, ‘ফ্যাসিবাদের শক্তি ও দোসরদের চিনিয়ে দেয়া সাংবাদিকদের দায়িত্ব।’

এসএস