এদিকে, এ মামলার অন্যতম অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হক ইনু ট্রাইব্যুনালে নিজের সুরক্ষার জন্য মৌখিক আবেদন করেছেন। তিনি অভিযোগ করেন, গত জুন মাসে কাশিমপুর কারাগারে তার স্বর পরীক্ষা করা হলেও তাকে আদালতের কোনো আদেশ দেখানো হয়নি। হাসানুল হক ইনু আশঙ্কা প্রকাশ করেন যে এ কার্যক্রম কোনো অসৎ উদ্দেশ্যে পরিচালিত হতে পারে। এরপর তিনি ট্রাইব্যুনালের কাছে সুরক্ষা চাইলে তাকে লিখিত আবেদন করার পরামর্শ দেয় ট্রাইব্যুনাল।
এ সময় শুনানির সময় অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কাঠগড়া থেকে সরাসরি কথা বলার বিরোধিতা করেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে ট্রাইব্যুনাল জানান, আদালত যার ইচ্ছা তার কথা শুনতে পারে।
আজ ট্রাইব্যুনালে মোট সাতটি মামলার কার্যক্রম চলছিলো। এরইমধ্যে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ২৩ পুলিশ ও সেনা সদস্যের মামলার তদন্ত প্রতিবেদন ৫ অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই দিনে উত্তরা ও নরসিংদী থানার মামলার প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে। এছাড়াও, সিলেট ও কক্সবাজারের মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন যথাক্রমে ৫ ও ২৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।