পরে লক্ষাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ মিছিল-সমাবেশের নেতৃত্বে ছিলেন দলটির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল।
সমাবেশে বক্তারা বলেন, কক্সবাজারে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর দেয়া বক্তব্য শিষ্টাচারবহির্ভূত। এ ধরনের বক্তব্য রাজনৈতিক সম্প্রীতি ও সহাবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে।
আরও পড়ুন:
পাটওয়ারীর ওই বক্তব্যকে 'কুরুচিপূর্ণ' মন্তব্য করে বক্তারা অবিলম্বে পাটওয়ারী ও এনসিপিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এর আগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঘিরে বিকেল তিনটা থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অবস্থান নিতে থাকেন শহিদ সরণি ও আশপাশের এলাকায়। এক পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে লোকারণ্যে পরিণত হয় শহিদ সরণি এলাকা।
এর আগে শনিবার (১৯ জুলাই) জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও পথসভায় বাধা দেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।