নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল

কক্সবাজার
কক্সবাজারে বিক্ষোভ মিছিল জেলা বিএনপির
এখন জনপদে
রাজনীতি
0

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ (রোববার, ২০ জুলাই) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।

পরে লক্ষাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ মিছিল-সমাবেশের নেতৃত্বে ছিলেন দলটির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল।

সমাবেশে বক্তারা বলেন, কক্সবাজারে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর দেয়া বক্তব্য শিষ্টাচারবহির্ভূত। এ ধরনের বক্তব্য রাজনৈতিক সম্প্রীতি ও সহাবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে।

আরও পড়ুন:

পাটওয়ারীর ওই বক্তব্যকে 'কুরুচিপূর্ণ' মন্তব্য করে বক্তারা অবিলম্বে পাটওয়ারী ও এনসিপিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

এর আগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঘিরে বিকেল তিনটা থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অবস্থান নিতে থাকেন শহিদ সরণি ও আশপাশের এলাকায়। এক পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে লোকারণ্যে পরিণত হয় শহিদ সরণি এলাকা।

এর আগে শনিবার (১৯ জুলাই) জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও পথসভায় বাধা দেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সেজু