‘আওয়ামী লীগ র‌্যাব-পুলিশকে সন্ত্রাসীর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে’

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান
দেশে এখন
0

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আওয়ামী লীগ র‌্যাব-পুলিশকে সন্ত্রাসীর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমের কণ্ঠ রোধ করেছে। আজ (রোববার, ২৭ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ফাস্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য জুলাই রেভোলিউশন ২০২৪ এর প্রথম সেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, ‘পলাতক হাসিনার দোসররা প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে থেকে এখনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন দরকার।’

ভারতের আধিপত্যের সমালোচনা করে মাহমুদুর রহমান বলেন, ‎ভারত স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যের মতো বানিয়ে রাখতে চেয়েছে। কিন্তু ৯০ ভাগ মুসলিম দেশের মানুষ তা কখনোই মেনে নেবে না।’

জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত না উল্লেখ করে তিনি বলেন, ‘যারাই আওয়ামী লীগের বৈষম্যের শিকার তারাই বিগত সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে।’

এএইচ