একমত বিষয়গুলোর চূড়ান্ত রূপ দিতে চায় ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ
দেশে এখন
1

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে, সেগুলোর চূড়ান্ত রূপ দিতে চায় ঐকমত্য কমিশন। এরই মধ্যে দ্বিতীয় ধাপের খসড়া পাঠানো হয়েছে; দু’একদিনের মধ্যে প্রথম ধাপের আলোচনার খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) সকালে কমিশনের ২১তম দিনের সভায় তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও গঠন কাঠামো এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে সংলাপ শুরু হয়েছে।

এছাড়াও অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। রাষ্ট্রকাঠামোর মৌলিক ২০টি সংস্কারের মধ্যে ১২টিতে নোট অব ডিসেন্টসহ একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। বাকি কয়েকটি বিষয়ে আংশিক একমত হয়েছে।

দ্বিতীয় দফার আলোচনা খসড়া বিষয়ে আগামীকাল দুপুরের মধ্যে দলগুলোর মতামত দিতে হবে বলে জানানো হয়েছে।

এনএইচ