ভাসানী না হলে শেখ মুজিব তৈরি হতো না: নাহিদ ইসলাম

কথা বলছেন নাহিদ ইসলাম
রাজনীতি
এখন জনপদে
2

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভাসানী না হলে শেখ মুজিব তৈরি হতো না। মওলানা ভাসানী ছিলেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্থপতি। তার আদর্শ ও পথ ধরেই আমরা বাংলাদেশ গড়তে চাই।

আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) টাঙ্গাইলে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘দেশের স্থপতি বলতে শুধু একজনকে বোঝালে হবে না। মওলানা ভাসানীও এই দেশের এক অন্যতম স্থপতি।’

সম্প্রতি রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের হামলার পেছনে ধর্ম নয়, রাজনৈতিক ও সাম্প্রদায়িক উদ্দেশ্য কাজ করেছে। নবীজিকে অবমাননার বিচার চাই—কিন্তু তার অজুহাতে নিরীহ মানুষের বাড়িঘরে হামলা ধর্মীয়ভাবে সমর্থনযোগ্য নয়। রংপুরের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে হবে।’

আরও পড়ুন

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্প ও কৃষকের দুরবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, ‘টাঙ্গাইলের জিআই পণ্যের স্বত্ব ভারত নিতে পারে না। এটা আমাদের জাতীয় স্বার্থের প্রশ্ন। অবিলম্বে ভারতকে জিআই স্বত্ব প্রত্যাহার করতে হবে। কৃষকরা সার-বীজের দামে চাপে আছে; তাদের জন্য কেউ কথা বলে না। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিগত সরকারগুলো তাঁতশিল্প ধ্বংস করেছে। এনসিপি ভাসানীর আদর্শ ধারণ করে কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে যেতে চায়।’

এনএইচ