মৌসুমী বায়ুর প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে স্থানীয়রা

বরিশালে বৃষ্টির প্রতীকী ছবি
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

‎বর্ষা মৌসুম ও বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তি বেড়েছে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাপনে। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) বেলা ১২টার দিকে বরিশালে বৃষ্টিপাত শুরু হয়।

টানা থেমে থেমে বৃষ্টিপাতে ছাতা মাথায় নিয়েই গন্তব্যে পৌঁছাতে হয় নগরবাসীর। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন সাধারন মানুষ।

‎বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বর্ষা মৌসুম থাকায় বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি কখনও ভারী আবার কখনও মাঝারি আকারেও হতে পারে। 

এছাড়া দুপুর ১২টা থেকে সারে ১২টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বৃষ্টিপাত আরও কয়েকদিন থাকতে পারে বলে জানায় বরিশালের আবহাওয়া অফিস।

এসএইচ