সংসদের দক্ষিণ প্লাজায় কাল উপস্থাপিত হবে জুলাই ঘোষণাপত্র

জুলাই ঘোষণাপত্র
দেশে এখন
0

আগামীকাল (৫ আগস্ট) বিকেল ৫টায় উপস্থাপিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুধী সমাবেশে গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

গতকাল (রোববার, ৩ আগস্ট) এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, গত শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে।

এনএইচ