আগামীকাল (মঙ্গলবার, ৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপিত হবে। এছাড়াও এ আয়োজনে জুলাই ঘোষণাপত্রও পাঠ করা হবে। তবে এ অনুষ্ঠানে বিএনপি অংশ নেবে কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ (সোমবার, ৪ আগস্ট) সন্ধ্যায় তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘আগামীকাল জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপি অংশ নেবে কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরে জানতে পারবেন।’
আরও পড়ুন:
এদিকে আগামীকাল বিকেল ৫টায় উপস্থাপিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুধী সমাবেশে গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এর আগে, গত শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় জানানো হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে।