অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
দেশে এখন
0

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রধান ও প্রথম কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন—গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এরপর শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়।

তিনি বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।’

বৈঠকে আরও জানানো হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় জীবন বাজি রেখে শিক্ষার্থীদের রক্ষা করা শিক্ষক মেহেরিন চৌধুরীর অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তার নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রেস সচিব বলেন, ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমন, জনপ্রশাসন সংস্কারসহ মোট ১১টি কমিশন গঠন করে। এসব সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদন বিশ্লেষণ করে আইন উপদেষ্টা আশু বাস্তবায়নযোগ্য হিসেবে ১২১টি সুপারিশ চিহ্নিত করেছেন। এর মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে, ৮৫টি সুপারিশ বাস্তবায়নাধীন, ১০টি আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকি ১০টি বাস্তবায়নযোগ্য কি না তা বিবেচনায় রয়েছে।

শফিকুল আলম বলেন, ‘রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো স্বাগত জানিয়েছে। দলগুলোর সঙ্গে ডায়লগ চলছে। আমরা নিশ্চিত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন অনুষ্ঠান হবে। সরকার গঠনের পর ৩১৫টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ২৪৭টি বাস্তবায়ন হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৮ শতাংশ। এ সময়ে ৫৬টি অধ্যাদেশ দিয়েছে সরকার।

সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুপুরে বৈঠক শেষ হয়।

অন্তর্বর্তী সরকারের আমলে সচিবালয়ে এটিই উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। প্রধান উপদেষ্টা সকাল ১০টা ২৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন। এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক।

প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সচিবালয়ে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ১ নম্বর গেট ছাড়া বাকি সব গেট বন্ধ রাখা হয় এবং দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল।

এনএইচ