গাজায় ইসরাইলি হামলায় দুই দিনে আরও ৬১ প্রাণহানি

যুদ্ধ বিধ্বস্ত গাজা
বিদেশে এখন
0

গাজায় ইসরাইলি হামলায় আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) সকালে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। আর গতকাল বুধবার (৬ আগস্ট) একদিনে ৪৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী, যার মধ্যে ১৮ জনই ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন।

এদিকে না খেয়ে অপুষ্টির কারণে মারা গেছেন আরও অন্তত ৫ ফিলিস্তিনি। এ নিয়ে যুদ্ধের কারণে অনাহার, অপুষ্টির শিকার হয়ে উপত্যকাটিতে মারা গেছেন ১৯৩ জন।

জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলে অবরোধের কারণে গাজায় শতাধিক অপরিণত নবজাতক চরম মৃত্যু-ঝুঁকিতে আছে। কারণ অবরোধের গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় তাদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন:

যুদ্ধ শুরুর পর গত ২২ মাসে ইসরাইলি হামলায় গাজায় প্রাণ গেছে ৬১ হাজার ১৫৮ জনের, আহত হয়েছে প্রায় দেড় লাখ মানুষ।

এদিকে বুধবার জরুরি চিকিৎসার জন্য যুদ্ধে আহত ১৫ শিশুকে উদ্ধার করে জর্ডানে পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজার ৮৬ শতাংশ কৃষিজমি ধ্বংস হয়ে গেছে।

এসএইচ