তিন দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
দেশে এখন
1

তিন দিনের সফরে আজ (সোমবার, ১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশটিতে সর্বোচ্চ জনশক্তি রপ্তানি করাই সফরের মূল দৃষ্টি। পাশাপাশি আলোচনা হবে বিনিয়োগ ও হালাল অর্থনীতি নিয়ে। সফরে দ্বিপক্ষীয় বৈঠক হবে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। রোববার (১০ আগস্ট) সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নজরদারিতে রাখছে সরকার।

প্রবাসী বাংলাদেশিদের এক নির্ভরযোগ্য ঠিকানা মালয়েশিয়া। শুধু বৈধভাবেই বাংলাদেশের প্রায় ৯ লাখ কর্মী কর্মরত আছেন দেশটিতে। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তাও অভূতপূর্ব। এবার সেই সম্পর্কে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগ ও প্রধান উপদেষ্টার দপ্তর। এতে জানানো হয়, তিন দিনের সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। মতবিনিময় করবেন মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে।

আরও পড়ুন:

সফরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও হালাল অর্থনীতি নিয়ে আলোচনা হবে দু’দেশের। এছাড়া গভীর সমুদ্রে মৎস আহরণে বিনিয়োগ করতে মালয়েশিয়াকে আহবান জানাবে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে প্রসঙ্গক্রমে উঠে আসে কলকাতায় আওয়ামী লীগের কার্যালয়ের বিষয়টি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘বিদেশে আওয়ামী লীগ কি করছে- তাতে নজরদারি রয়েছে সরকারের।’

প্রেস সচিব জানান, মালয়েশিয়া সফরে রোহিঙ্গা প্রত্যাবসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এ সফরের মূল দৃষ্টি থাকবে জনশক্তি রপ্তানি ও বিনিয়োগের দিকে।

এসএইচ