কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে সাদা রঙের ওই প্রাইভেট কারটি পার্কিংয়ে প্রবেশ করে এবং পরবর্তীতে গাড়িটি পার্কিংয়ে রাখা ছিল।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে নিরাপত্তারক্ষী গাড়িটিকে চেক করার জন্য গেলে ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন তারা ঘুমিয়ে আছেন, কিন্তু ডাকাডাকি করার পরও সাড়া না পাওয়ায় বুঝতে পারেন তারা মারা গেছেন। এরপর রমনা থানায় খবর দেয়া হয়।
আরও পড়ুন:
এ ঘটনায় রমনা থানা পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।
রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, পুলিশের প্রাথমিক তদন্তে নিহত দুই ব্যক্তির নাম জাকির ও মিজান বলে জানা গেছে। গাড়ির মালিকের নাম জুবায়ের সৌরভ। নিহত দুজনেরই বাড়ি নোয়াখালীর চাটখিলে বলে জানা যায়।