জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্যকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। আজ (বুধবার, ১৩ আগস্ট) বিকেলে আগারগাঁও ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে সাতটি দাবি পেশ করেন তারা।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নেতারা। সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে নির্বাচন কমিশনকে ঝুঁকি না নিতে আহ্বান জানান দলটির যুগ্ম মহাসচিব।
গাজী আতাউর রহমান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নাই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। সংসদ নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে।’
আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে করারও দাবি জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।