চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও অসুস্থ বিএনপি মহাসচিব, হাসপাতালে ভর্তি

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ সম্মেলনে কথা বলছেন মির্জা ফখরুল
দেশে এখন
0

থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে দেশে ফিরে আবারো অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বলেন, ‘সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় এসে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের অফিসে নেতাদের সঙ্গে বৈঠকে ছিলেন রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত। বাসায় ফেরার পর অস্বস্তিবোধ করছিলেন তিনি। বিষয়টি জানার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ওনাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।’

আরও পড়ুন:

জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে ইউনাইটেড হাসপাতাল নিয়ে যান। রাত ১টায় মির্জা ফখরুলকে অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়। রাত ২টা ২০ মিনিটে ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, বর্তমানে ভালো আছেন বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে ছয়দিন পর দেশে ফেরেন তারা।

ইএ