সংসদ নির্বাচন ঘিরে রোডম্যাপ আজই প্রকাশ করতে পারে ইসি

নির্বাচন ভবন
দেশে এখন
1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত করছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপ আজই প্রকাশ হতে পারে। একইসঙ্গে দেশের ৮৩টি আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি-আপত্তি নিয়ে আজ (রোববার, ২৪ আগস্ট) শুরু হয়েছে শুনানি।

নির্বাচন ভবনে বেলা ১২টায় শুনানিতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও লক্ষ্মীপুরের ১৮ আসনের দাবি-আপত্তি নিয়ে শুনানি চলবে বিকেল পর্যন্ত।

আরও পড়ুন:

ইসি জানিয়েছে, পর্যায়ক্রমে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত বাকি আসনের শুনানি অনুষ্ঠিত হবে। সব দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।

প্রস্তাবিত সীমানা অনুযায়ী ৩০০ আসনের মধ্যে ৩৯টিতে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন গাজীপুরে—একটি আসন বাড়ানো হয়েছে। অন্যদিকে বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।

এসএইচ