আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) সকাল থেকে এখন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের ১৬টি আসনের শুনানি ঘিরে দাবি আপত্তি আমলে নিয়েছে কমিশন।
এতে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের চারটি আসন পুনর্বহাল চেয়েছে এলাকাবাসী। এসব জেলায় একটি করে আসন কমানোর প্রস্তাবনায় ক্ষোভ জানান তারা।
এছাড়াও খসড়া তালিকায় গাজীপুরে একটি আসন বৃদ্ধি করায় ইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলার প্রতিনিধিরা।
আরও পড়ুন:
নির্বাচন ভবনে সকাল ১০টায় শুরু হওয়া শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০টি আসনের মধ্যে ৪০টির সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি।