ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নতুন চ্যালেঞ্জ দেখছেন সিইসি

কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
দেশে এখন
1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিত্য-নতুন চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট এ এম এম নাসির উদ্দিন জানান, আরও নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, যা আমরা জানি না।

সামাজিক যোগাযোগ মাধ্যম এরইমধ্যে চিন্তার কারণ হয়ে উঠেছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন এখনো ৫-৬ মাস বাকি। যোগাযোগ স্থাপন করতে হবে, নৈতিকতা ঠিক রাখতে হবে সকলকে।’

এ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘এবারের নির্বাচন তুলনামূলকভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও কঠিন হবে। তাই ফাঁকিবাজির সুযোগ নেই। ভালো নির্বাচন করতেই হবে, যেকোনো মূল্যে।’

এর আগে (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন:

নির্বাচন কমিশন সচিবালয়ে রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের শেষে অংশীজনদের সঙ্গে সংলাপ হবে।’

সেজু