আজ (শনিবার, ৩০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ের পিৎজা মিলান সেন্টারে জেলা এনসিপির উদ্যোগে ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সরোয়ার তুষার।
আরও পড়ুন:
সরোয়ার তুষার বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশপন্থি ছাড়া এদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। ফ্যাসিস্ট ও তাদের দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ তো পারবেই না সেই সঙ্গে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে।’
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সাতক্ষীরা জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।