২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে আমরণ অনশনের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মহাসমাবেশ
শিক্ষা
দেশে এখন
0

আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি মো. মনির হোসেন। আজ (শনিবার, ৩০ আগস্ট) কেন্দ্রীয় শহিদ মিনারে তিন দফা দাবিতে করা মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন তিনি।

সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে তিন দফা দাবিতে শুরু হয় সরকারি প্রাথমিক শিক্ষকদের সমাবেশ। দেশের বিভিন্ন স্থান থেকে সমাবেশে উপস্থিত হন শিক্ষকরা। শিক্ষকদের এ সমাবেশের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

আরও পড়ুন:

সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর প্রাথমিক শিক্ষকরাই সবচেয়ে বড় বৈষম্যের শিকার। প্রাথমিক শিক্ষকদের এ বৈষম্য দূর  করতে ১১ তম গ্রেডে বেতন উন্নীতকরণসহ তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

এরপর আজ দুপুরে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। স্মারকলিপির দেয়া শেষে সমাবেশ স্থগিতের ঘোষণা দেন তারা।

এসএইচ