অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অবরোধ হয়েছে ১৬০৪টি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
দেশে এখন
0

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে মোট ১ হাজার ৬০৪টি অবরোধ ঘটেছে, যা ১২৩টি সংগঠন পরিচালনা করেছে। এসব কর্মসূচি জনদুর্ভোগ সৃষ্টি করছে, তাই এগুলো পরিচালনার ক্ষেত্রে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ (রোববার, ৩১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, তা অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করবে।’

আরও পড়ুন:

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী নির্বাচনকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এসসময় জানান তিনি।

একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা সতর্ক করেছেন, যেসব দলের কার্যক্রম নিষিদ্ধ; তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে।

সেজু