অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন অন্যান্য উপদেষ্টারাও। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা, প্রশাসনিক এবং সার্বিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
শফিকুল আলম বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’
তিনি বলেন, ‘গতবছর পিপিপি এর কারণে ব্যাপক লুটপাট হয়েছে, যার ফলে সরকারকে ৬৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। মানুষের কল্যাণে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন নীতিমালা গ্রহণ করা হয়েছে। এ নীতিমালায় বেসরকারি উৎপাদকদের কাছ থেকে ২০ শতাংশ বিদ্যুৎ রাষ্ট্র ক্রয় করবে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘এর ফলে সৌরশক্তিতে ব্যাপক বিনিয়োগ সম্ভব হবে এবং জ্বালানির খরচ কমে আসবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে যে গ্যাস পোড়ানো হয়, নতুন নীতিমালার ফলে সেই ব্যবহারও কমে আসবে।’
এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্স নীতিমালা-২০২৫ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৈঠকের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।