ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা: হাসনাত

হাসনাত আবদুল্লাহ
দেশে এখন
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (বুধবার, ১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি শুভেচ্ছা জানান।

ফেসবুকে হাসনাত লেখেন, ‘ডাকসু-২০২৫ এর নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি, বিজয়ী স্বতন্ত্র প্রার্থী এবং হল সংসদে বিজয়ীদেরও শুভেচ্ছা। আশা রাখছি— আপনারা শিক্ষার্থীদের কল্যাণে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ এক বছর কাজ করবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নিয়েই কাজ করবেন।’

তিনি লেখেন, ‘নির্বাচিত জিএস, এজিএস, সম্পাদকরা এবং সদস্যদের প্রতি আমার অনুরোধ— ফ্যাসিবাদ পরবর্তী আমাদের এ বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে উদারতা, সহনশীলতা, ন্যায় ও ইনসাফের চর্চা অব্যাহত রাখবেন। দল নয়, শিক্ষার্থীরাই যেন আপনাদের একমাত্র প্রায়োরিটি হয়।’

আরও পড়ুন:

তিনি আরও লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান— যাদের ওপর দায়িত্ব আপনারা ন্যস্ত করেছেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন। দায়িত্ব তুলে দিয়ে প্রশ্ন করতে ভুলে যাবেন না।’

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমকে শুভ কামনা জানিয়ে হাসনাত লেখেন, ‘নির্বাচিত ভিপি সাদিক কায়েম আমার সহপাঠী, আমার বন্ধু। সাদিকের জন্য শুভ কামনা। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, শিক্ষার্থীদের নিরাপত্তা, অ্যাকাডেমিক নির্বিঘ্নতা নিয়ে সে আপোষহীন থাকবে বলে আমি বিশ্বাস রাখি।’

তিনি লেখেন, ‘সাদিকের কাছে আমার ব্যক্তিগত চাওয়া- নিম্নোক্ত সিস্টেমের ফাঁসি নিশ্চিত করার কাজটার প্রাতিষ্ঠানিক শুরু যেন তোমার নেতৃত্বে হয়।’

এসএস